Welcome Message of Principal

সকলের জন্য শিক্ষা

 

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

“শতফুল ফুটতে দাও” এ গণতান্ত্রিক এবং সার্বজনীন শিক্ষার মূল ভিত্তিই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত অসাম্প্রদায়িক উদার ও আলোকিত বাংলাদেশ গড়া। এ লক্ষ্য সামনে রেখে ‘বড়ইবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ’-এ বর্তমান তথ্য প্রযুক্তির মহাসড়কে একটি ডায়নামিক ওয়েব-সাইট খোলা হচ্ছে। এটা অত্যন্ত আনন্দের কথা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১০ সালের শিক্ষানীতির আলোকে প্রত্যাশিত ওয়েব-সাইটের বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে জাতিকে সৃজনশীল ও কর্মমুখী করে তুলবে।একই সঙ্গে টেকসই উন্নয়নের ( sustainable development এর ) লক্ষ্যে এ বিপুল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সহায়তা করবে। সে দৃষ্টিভঙ্গীতে কলেজের ইতিহাসে এটি একটি মাইলস্টোন হয়ে থাকবে। আমি এ ওয়েব-সাইটটিকে পূর্ণাঙ্গরূপে কার্যকর করার এবং সময়ের চাহিদা মাফিক নতুন নতুন প্রোগ্রাম সংযোজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি : ওয়েবসাইটটি স্থাপিত হলে কলেজের যাবতীয় তথ্যাদি তাৎক্ষণিক ভাবে অবগত হবার সুযোগ সৃষ্টি হবে। সুযোগ হবে ভি.ডি.ও ক্লিকের মাধ্যমে সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভূক্ত খেলধুলা ও বহুমুখী সাংস্কৃতিক কর্মকান্ডে ছাএ-ছাএীদের অনুপ্রাণিত করার মত জাতীয় ও আন্তর্জাতিক আইকনদের দেখার এবং শেখার। ডায়নামিক ওয়েব-সাইটটির মাধ্যমে উচ্চ মাধ্যমি ও স্নাতক সকল শ্রেণির ছাএ-ছাএী এবং শিক্ষকবৃন্দ এবং ওয়েবসাইট ভিজিটরগণ যে কোন সময়ের চেয়ে অনেক উন্নত মানের তথ্য সেবা পাবেন। তাৎক্ষণিকভাবে জানতে পারবেন অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষার ফলাফল।

‘বড়ইবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ’টি শিক্ষা জগতের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষার আলো বিতরণে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে-এটাই আমাদের ঐকান্তিক কামনা ।

ধন্যবাদান্তে
(মো: আলতাফ হোসেন খান)
অধ্যক্ষ
বড়ইবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ
কালিয়াকৈর,গাজীপুর।